Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় কাভার্ড ভ্যান চাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৩:১৩ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৪

গাইবান্ধায় কাভার্ড ভ্যান চাপায় নিহত ১

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় আনোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের পান্থাপাড়া
এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ঢাকাগামী কাভার্ড ভ্যানটি একই মুখী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার
হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমানের নেতৃত্বে একটি টিম নিহত আনোয়ার
হোসেনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে
জানান, নিহতের মরদেহ থানায় রয়েছে এবং ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ।

 

সারাবাংলা/এসডব্লিউ

গাইবান্ধা নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর