Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসইসিকে দুদকের চিঠি: স্ত্রী-বোনসহ সাঈদ খোকনের বিও হিসাব অবরুদ্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ২২:০৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৫

ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন

ঢাকা : ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন, তার স্ত্রী ও ছোট বোনের পরিচালিত বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট অবরুদ্ধ রাখতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের নামে পরিচালিত ব‌্যাংক হিসাবসমূহে অস্বাভাকি লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের পরিচালিত বিও হিসাবের সকল ধরনের লেনদেন বন্ধ বা অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সম্প্রতি বিএসইসিকে অনুসন্ধানের স্বার্থে বিও হিসাবের লেনদেন অবরুদ্ধকরণ বা স্থগিতকরণ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে দুদক। যাদের বিও হিসাব স্থগিত করা হয়েছে, তারা হলেন- ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ এবং তার বোন শাহানা হানিফ।

দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, “এতদ্বরা জানানো যাচ্ছে যে, উল্লিখিত অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন‌্য উপ-পরিচালক মো. মাসুদুর রহমানের নেতৃত্বে সহকারী পরিচালক আসাদ্দুজ্জামান ও সহকারী পরিচালক মো. নাজমুল ইসলামের সমন্বয়ে তিন সদস‌্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।”

চিঠিতে উল্লেখ রয়েছে, “শাহানা হানিফ এবং ফারহানা সাঈদের নামে পরিচালিত ব‌্যাংক হিসাবসমূহে অস্বাভাকি লেনদেনের অভিযোগ রয়েছে। উক্ত অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উল্লিখিত ব‌্যক্তিবর্গের নামে সিডিবিএলের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের সাথে সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ এবং তার বোন শাহানা হানিফের থাকা বিও হিসাবের সকল ধরনের লেনদেন বন্ধ বা অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। এমতাবস্থায়, উক্ত অভিযোগ অনুসন্ধানের স্বার্থে অর্থের স্থানান্তর রোধে উল্লিখিত ব‌্যক্তিবর্গের নামে সকল বিও হিসাবের লেনদেন অবরুদ্ধ করার প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণে আপনাকে (বিএসইসি) বিশেষভাবে অনুরোধ করা হলো।”

বিজ্ঞাপন

এদিকে সিডিবিএলকে দেওয়া বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, “উপযুক্ত বিষয়ে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, আদালত/বিএফআইইউ/সুদক/আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক প্রেরিত আদেশের চাহিদা মোতাবেক সূত্রে উল্লেখিত ব্যক্তিবর্গের বিষয়ে প্রযোজ্য ক্ষেত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।”

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে দুদক সূত্রে জানা গেছে। এছাড়া যেসব বিও হিসাব স্থগিত করা হয়েছে, সেগুলোর সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন: হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম ও হিসাব খোলার তারিখ থেকে হালনাগাদ লেনদেন বিবরণীর তথ‌্য চাইতে পারে দুদক।

প্রসঙ্গত এর আগে গত ২৩ ডিসেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাঈদ খোকন ও তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।

সারাবাংলা/জিএস/আরএস

দুদক বিএসইসি সাঈদ খোকন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর