কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন
২৮ ডিসেম্বর ২০২৪ ২২:৪০ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ২২:৪৩
কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় ক্ষমা চাইলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার আকাশ সীমানায় এ দুর্ঘটনার জন্য আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েবের কাছে দুঃখপ্রকাশ করেছেন তিনি।
শনিবার (২৮ ডিসেম্বর) ক্রেমলিনের এক বিবৃতিতে পুতিনের বক্তব্য জানিয়েছে।
গত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রায়ার-১৯০ সিরিজের জে২-৮২৪৩ উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনির দিকে রওনা হয়েছিল। সেদিন গ্রোজনিতে ব্যাপক কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ে অস্পষ্ট হওয়ায় ফের বাকুর দিকে ফিরে আসছিল বিমানটি। পথে কাজাখস্তানের আকতাউ শহরে বিধ্বস্ত হয় সেটি। এতে ৬৭ জন যাত্রীর মধ্যে ৩৮ জন নিহত এবং ২৯ জন আহত হন।
বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন রুশ আকাশসীমায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।
পুতিন উল্লেখ করেছেন, আজারবাইজানের যাত্রীবাহী বিমানটি চেচনিয়ার গ্রোজনি শহরে অবতরণের জন্য একাধিকবার চেষ্টা করেছিল। এটি এমন সময়ে ঘটে যখন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইউক্রেনীয় ড্রোন হামলার প্রতিক্রিয়া জানাচ্ছিল।
রুশ প্রেসিডেন্ট আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভকে জানিয়েছেন, রাশিয়ার তদন্ত কমিটি ফৌজদারি দণ্ডবিধির ২৬৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি মামলা দায়ের করেছে, যা বিমান চলাচলের নিরাপত্তা এবং পরিচালনা বিধি লঙ্ঘনকে অন্তর্ভুক্ত করে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত কার্যক্রম চলছে। এতে বেসামরিক ও সামরিক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।
সারাবাংলা/এইচআই