Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে পাসসংক্রান্ত ইস্যুতে বিশেষ সেল গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ২৩:১৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৪২

বাংলাদেশ সচিবালয়

ঢাকা: সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী পাসের আবেদন গ্রহণ করার জন্য ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অস্থায়ী প্রবেশ পাসসংক্রান্ত বিশেষ সেল গঠন করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দেওয়া এক আদেশে একজন সিনিয়র সহকারী সচিব ও একজন অফিস সহকারীকে এই সেলের দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্তরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (প্রশাসন-৩ শাখা সংযুক্ত) সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম এবং সচিবালয় নিরাপত্তা শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈ।

এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরীর সই করা এক আদেশে বেসরকারি ব্যক্তিদের অনুকূলে ইস্যু করা সচিবালয় প্রবেশের অস্থায়ী কার্ড বাতিল করা হয়। পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়।

উল্লেখ্য, বুধবার (২৫ িডসেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার সময় সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগে। সে আগুনে চারটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে। এর পর বৃহস্পতিবার থেকেই সচিবালয়ে কর্মরতদের ছাড়া সকলের প্রবেশে মৌখিক নিষেধাজ্ঞা জারি করা হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ পাস বিশেষ সেল সচিবালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর