Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুরে বাসচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৫:০১ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৩

দুর্ঘটনা কবলিত সিএনজি। ছবি: সংগৃহীত

শেরপুরে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা চালকসহ পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌঁছালে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। এ সময় স্থানীয়রা দ্রুত আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

সারাবাংলা/এমপি

দুর্ঘটনা নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর