Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টোলপ্লাজায় ৬ মৃত্যু
বাস মালিককে শিবচর থে‌কে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৫০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৬:২৮

বাস মালিক ডাবলু বেপারী

মাদারীপুর: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় তিনটি গাড়িকে চাপা দিয়ে ছয়জন নিহতের ঘটনায় বাসের মালিক ডাবলু বেপারীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক নুরুন্নবীসহ দুজনকে গ্রেফতার করে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া বলেন, ‘বাসটি বৃহস্পতিবার গ্যারেজ থেকে বের করা হয়। কিন্তু এর ফিটনেস ঠিক ছিল না। গাড়ির চালক নেশা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া চালকের লাইসেন্স ছিল না।’

তিনি আরও বলেন, ‘হাসাড়া হাইওয়ে থানায় শনিবার নিহতের স্বজনের দায়ের করা মামলায় ওই বাসের মালিককেও আসামি করা হয়। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।’

এর আগে, শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়ানো প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে চাপা দেয় ওই যাত্রীবাহী বাসটি। এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত হয়। আহত আটজনকে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরও চারজন মারা যান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমপি

গ্রেফতার টোলপ্লাজায় ৬ মৃত্যু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর