Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রেফতার, অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৮

খুলনা: খুলনার আলোচিত সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ী পলাশ‌ (৩৪) ও তার স্ত্রী তিতলীকে (২৮) গ্রেফতার করেছে যৌথ বা‌হিনী। এ সময়ে তার কাছ থেকে ২‌টি রামদা, ২‌টি চাইনিজ কুড়াল ও বোমা সদৃশ‌্য ৫‌ টি ককটেল উদ্ধার করা হয়।

রোববার (২৯ ডিসেম্বর) সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ তদন্ত হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম আটকের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন। এর আগে শ‌নিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার পলাশ নগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২ নম্বর গোবরচাকা এলাকার জনৈক সুলতান তালুকদারের ছেলে।

ওসি তদন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় যৌথবাহিনী মাদক ও অস্ত্র উদ্ধারের জন‌্য অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। আটক পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি তল্লাশি করে ৫টি ককটেল বোমা, ২টি রামদা ও ২টি চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পলাশের বিরুদ্ধে সোনাডাঙ্গাসহ খুলনার বি‌ভিন্ন থানায় হত্যাসহ ১৫‌টি মামলা রয়েছে। তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এসআর

খুলনা চিংড়ী পলাশ‌ শীর্ষ সন্ত্রাসী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর