Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাবের পোশাকে সাড়ে ২৮ লাখ টাকা লুট, গ্রেফতার ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ১২:৩৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৩

র‍্যাবের পোশাকে এজেন্ট ব্যাংকিংয়ের সাড়ে ২৮ লাখ টাকা লুট করে তারা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যাবের পোশাকে মাইক্রোবাসে তুলে নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের সাড়ে ২৮ লাখ টাকা লুটে নেওয়ার ঘটনায় ১১ জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, র‍্যাবের পোশাক পড়ে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৮ লাখ ৫৫ হাজার টাকা লুটের ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় ১১ জন ডাকাত সদস্যকে গ্রেফতারের পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, চাবি ও কাভারসহ একজোড়া হ্যান্ডকাফ, ডাকাতির কাজে ব্যবহৃত র‍্যাবের দুইটি কটি, কাভারসহ একটি খেলনা পিস্তল, চার্জারসহ একটি ওয়াকি-টকি, ১৭টি মোবাইল ও লুট হওয়া টাকার মধ্যে কিছু টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাতিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে জীবন পারভেজ রেজা (৪৭), একই গ্রামের মৃত. আব্দুল জলিলের ছেলে বাচ্চু মিয়া (৪৭), একই গ্রামের মৃত. তুফান মণ্ডলের ছেলে রবিউল করিম (৪৫), মৌলভীবাজারের রাজনগর থানার করতল গ্রামের মৃত. ময়না মিয়ার ছেলে আবজাল মিয়া উজ্জ্বল (৪০), ঝালকাঠি জেলার নলছিড়ি থানার জুরকাঠি গ্রামের মৃত. আব্দুল খালেকের ছেলে মো. জয় (৪০, চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সাতবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (৪০), শেরপুরের শ্রীরবদি থানার ধাতুয়া গ্রামের মৃত. সৈয়দুল রহমানের ছেলে মো. সুমন (৪৭), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বড়মাছুয়া গ্রামের হোসেন আলীর পুত্র শাহাদাত হোসেন (৫৫), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপাড়ার মৃত. আনারুলের ছেলে মো. আপেল (৩৬), পাবনার চাটমোহর থানার নবীন পূর্বপাড়া গ্রামের মৃত. আবুল হোসেন সরদারের ছেলে শহিদুল ইসলাম (৪৪) ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভুটাল হাজিবাড়ি গ্রামের আব্দুল রহিমের ছেলে মোস্তফা কামাল জয় (৪৭)।

বিজ্ঞাপন

তাদেরকে গ্রেফতারের পরে সাত জন ডাকাত ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান বলেন, গত দুই-তিন দিনে তাদেরকে বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করা হয়েছে এবং পর্যায়ক্রমে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর বিকেলে উল্লাপাড়ার বগুড়া-নগরবাড়ি মহাসড়ক থেকে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের টাকা নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় দুই জনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে টাকা ছিনিয়ে নিয়ে জেলার তাড়াশ এলাকার মহাসড়কে অপহৃত দুই জনকে নামিয়ে দেয় তারা।

সারাবাংলা/ইআ

এজেন্ট ব্যাংকিং টাকা লুট ডাকাত গ্রেফতার সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর