নওগাঁয় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব
৩০ ডিসেম্বর ২০২৪ ১৫:৪২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৯
নওগাঁ: নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নওগাঁয় শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে শহরের সার্কিট হাউস চত্বরে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল।
পরে বন বিভাগ, পরিবেশ অধিদফতর ও বেসরকারী উন্নয়ন সংস্থা মৌসুমী’র উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহসানুর রহমান ভূঁইয়াসহ অতিথিরা। এসময় বক্তারা জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার এহসান, রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ ও মৌসুমী’র মনিটরিং কর্মকর্তা আব্দুর রউফ পাভেল অংশ নেন।
তারুন্যের উৎসব উপলক্ষ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেলাজুড়ে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, গুনিজন সংবর্ধনা, দুর্নীতি বিরোধী ও পরিবেশ বিষয়ক সেমিনারসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন রয়েছে।
সারাবাংলা/এসআর