Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে, বন্ধ থাকবে আর্থিক লেনদেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৯:৪০

বাংলাদেশ ব্যাংক। ছবি: সারাবাংলা

ঢাকা: ব্যাংক হলিডে উপলক্ষ্যে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে কোনো লেনদেন হবে না। একইসঙ্গে এদিন বন্ধ থাকবে দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

কেন্দ্রীয় ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, প্রতিবছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দুদিন ‘ব্যাংক হলিডে’। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাবনিকাশ শেষ করতে প্রতিবছর এই দুদিন ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়।

বিজ্ঞাপন

প্রথানুযায়ী, অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংকের সবধরনের লেনদেন বন্ধ থাকলেও শুধু ব্যাংকের নিজস্ব দাফতরিক কার্যক্রম চলে। আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। তবে ব্যাংক কিংবা গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকলেও সেখানে কোনো ধরনের লেনদেন সম্পন্ন হয় না।

ব্যাংক হলিডেগুলোতে বাংলাদেশ ব্যাংক, কোনো ব্যাংক থেকে ব্যাংক বা ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন পরিচালনা করা হয় না। তবে এ সময়ে গ্রাহক চাইলে কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারবেন।

সারাবাংলা/জিএস/আরএস

ব্যাংক হলিডে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর