Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্নিকাণ্ড প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ০৯:১৭

ঢাকা: অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধ ও অগ্নি নির্বাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছু নির্দেশনা দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের বাস্তবায়নকারী সংশ্লিষ্ট সংস্থা ও দফতর প্রধানদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও নির্বাপনের বিষয়ে প্রত্যেক দফতরে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করা জরুরি। সংস্থায় অনিতিবিলম্বে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ ও ভবনের জন্য জনচলাচল স্থানগুলো উন্মুক্ত করা, সিঁড়িগুলো উপযোগী করা এবং অগ্নি নির্বাপন সরঞ্জামাদির সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আদেশে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, বুধবার সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সতর্ক থাকতে এই নির্দেশনা দেয়া হয়।

সারাবাংলা/জেআর/এনজে

অগ্নিকাণ্ড প্রতিরোধ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

উষ্ণতার জন্য | ছবি
৩ জানুয়ারি ২০২৫ ০৮:৪০

নতুন বইয়ের ঘ্রাণ
৩ জানুয়ারি ২০২৫ ০৮:১৫

আরো

সম্পর্কিত খবর