Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্পেশাল’ নাহিদকে নিয়ে বড় স্বপ্ন আর্থারের

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪ ১৩:১৫

নাহিদ রানার সাথে আর্থার

এই বছরে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আবিষ্কার তিনি। তরুণ পেসার নাহিদ রানা বছরজুড়েই ছিলেন দুর্দান্ত ফর্মে। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নেমেছেন নাহিদ। রংপুরের কোচ মিকি আর্থার বলছেন, ‘স্পেশাল’ নাহিদ অনেক দূর যাবে বলেই বিশ্বাস তার।

গত মার্চে অভিষেকের পর থেকেই বাংলাদেশের জার্সি গায়ে গতির ঝড় তুলেছেন ২২ বছর বয়সী নাহিদ। দেশে ও দেশের বাইরে দুর্দান্ত পারফর্ম করে সবার নজরে এসেছেন তিনি। এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচেও বল হাতে দারুণ আটোসাটো বোলিং করেছেন নাহিদ। ৩ ওভারে নাহিদ দিয়েছেন মাত্র ১১ রান, হজম করেননি কোনো বাউন্ডারিও।

বিজ্ঞাপন

রংপুরের কোচ আর্থার অল্প কিছুদিন হলো কাজ করছেন নাহিদের সাথে। এই অল্পদিনেই নাহিদকে বেশ ভালোভাবেই চিনে ফেলেছেন তিনি। আর্থার বলছেন, নাহিদ বাংলাদেশের জন্য বিশেষ কিছু, ‘নাহিদ খুবই স্পেশাল। বাংলাদেশ থেকে এমন দ্রুতগতির একজন বোলার উঠে আসতে দেখা দারুণ ব্যাপার। সে খুবই ভালো। আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেটে সে অনেকদূর যাবে। তার গতি আছে, ভালো লেন্থে বল করে। বোলিংয়েও বেশ ধারাবাহিক। তার ভালো ও খারাপ বোলিংয়ের ব্যবধান খুব একটা বেশি না। সে খুবই রোমাঞ্চকর ফাস্ট বোলার।’

নাহিদকে নিজ দলের অন্যতম বড় অস্ত্র বলেই মানেন আর্থার, ‘নাহিদকে বোলিং করতে দেখা দারুণ ব্যাপার। বিশেষ করে মাঝের ওভারগুলোতে। কারণ টি-২০তে মাঝের ওভারে উইকেট নিতে হবে। নাহলে প্রতিপক্ষ শেষের ওভারগুলোতে ম্যাচ জিতে নেবে। ঠিক এই জায়গাতেই সে অসাধারণ এক অস্ত্র।’

সারাবাংলা/এফএম

নাহিদ রানা বিপিএল ২০২৫ মিকি আর্থার

বিজ্ঞাপন

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ২৭
৩ জানুয়ারি ২০২৫ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর