ছাত্র আন্দোলনের ছোঁয়া রেখে বাণিজ্য মেলা শুরু কাল
৩১ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৮ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ২২:০০
ঢাকা: প্রতিবছরের মতো এবারও বছরের শুরুর দিনেই হচ্ছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫। মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আর এবারের মেলায় ছাত্র আন্দোলনের ছোঁয়া থাকবে। এরইমধ্যে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ সময় উপস্থিত ছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে প্রতিবছরের মতো এ মেলার আয়োজন করছে। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিসও।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল/প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় প্রথমবারের মতো ই-টিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর। সঙ্গে দেশের তরুণ সমাজকে রফতানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন।
এবার চতুর্থবারের মতো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। মেলার লে-আউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন বা স্টল রয়েছে। এসব স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হবে। বাংলাদেশ ব্যতিত ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে।
অংশগ্রহণকারী দেশগুলো হলো— ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া।
সারাবাংলা/ইএইচটি/এইচআই