ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকা পাঠানো যাবে নগদে
৩১ ডিসেম্বর ২০২৪ ২৩:১৫
ঢাকা: বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে এখন থেকে মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে সরাসরি টাকা পাঠানো যাবে। এ জন্য বেসরকারি ব্যাংক ট্রাস্ট ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে নগদ। ফলে প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত টাকা নগদ ওয়ালেটের মাধ্যমে সরাসরি পরিবারের কাছে পাঠাতে পারবেন।
সম্প্রতি নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ শাহজাহান ও ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ এশিয়ার রিজিয়নাল অপারেশনস ম্যানেজার শিহাব হাসান এ বিষয়ে চুক্তি করেন।
সোমবার (৩০ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এতে বলা হয়, নগদের নিবন্ধিত গ্রাহকেরা এখন যে কোনো সময়ে, যে কোনো জায়গা থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তাদের রেমিটেন্স নগদ ওয়ালেটে গ্রহণ করতে পারবেন। পৃথিবীর বেশিরভাগ শীর্ষ মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে নগদ। এসব মাধ্যমে নগদ ওয়ালেটে আসা রেমিটেন্সের ওপরে বাংলাদেশ সরকারের ঘোষিত প্রতি এক হাজারে ২৫ টাকা প্রণোদনা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে রেমিটেন্স সেবা প্রদানের শুরু থেকে নগদ প্রবাসীদের কষ্টার্জিত আয় পৌঁছে দিচ্ছে তাদের স্বজনদের হাতের মুঠোয়। এ ক্ষেত্রে নগদ হয়ে উঠেছে প্রবাসীদের আস্থা ও ভরসার প্রতিষ্ঠান। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি প্রতিদিন বিপুল পরিমাণে রেমিটেন্স সেবা দিচ্ছে। এবার ওয়েস্টার্ন ইউনিয়নের মতো বিখ্যাত প্রতিষ্ঠান এবং তাদের বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের কারণে এই সেবা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে বিশ্বাস করে নগদ। যার কারণে গ্রাহকেরা আরও দ্রুত এবং আরও স্বাচ্ছন্দ্যে রেমিটেন্স বুঝে পাবেন। সারা পৃথিবীর প্রায় সব দেশ থেকে প্রবাসীরা তার পরিবারে এই পদ্ধতিতে রেমিটেন্স পাঠাতে পারবেন।
ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেমিটেন্স সেবা চালু করা প্রসঙ্গে নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ‘যাত্রা শুরু করার পর থেকে নগদ দেশের সব মানুষের জীবন সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। এখন সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা তাদের কঠোর পরিশ্রমে আয় করা অর্থ আরও সহজে নিজের পরিবার বা স্বজনদের কাছে পাঠাতে পারবেন। এই প্রক্রিয়াটি আরও দ্রুত ও সহজ হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের বিস্তৃত ও বিশ্বস্ত নেটওয়ার্কের কারণে। এই ধরনের পার্টনারশিপ করতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত।’
সারাবাংলা/এইচআই