ফিরে দেখা ২০২৪
ঢালিউডে আরেকটি মন্দার বছর
১ জানুয়ারি ২০২৫ ০৯:৪০ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৬:১৫
ঢাকা: ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য আরেকটি মন্দা বছর শেষ হলো। আগে থেকেই সিনেমা হল কমে যাওয়া, গুটিকয়েক তারকা ছাড়া কারও ছবি দর্শক টানতে ব্যর্থতা─ এসব কারণে এমনিতেই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি গেল কয়েক বছর ধরে ধুঁকে ধুঁকে চলছিল। গেল একবছরে ঢালিউড ইন্ডাস্ট্রি খুব একটা ভালো যায়নি।
এবারও শীর্ষে শাকিব খান
২০২৪ সালে ৫১টির মতো চলচ্চিত্র মুক্তির হিসাব পাওয়া যায়। যার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে শাকিব খান অভিনীত ‘তুফান’। কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিটি নাম ঘোষণার সময় থেকেই আলোচিত ছিল। ছবির টিজার, ট্রেলারে যেমন শাকিব খানকে পাওয়া গিয়েছিল, সিনেমা হলেও তেমনটি পাওয়া যাওয়ায় দর্শকরা ছবিটি লুফে নেয়। ফলাফল ছবিটি ব্যবসা সফল।
রোজার ঈদে মুক্তি পাওয়া ‘রাজকুমার’ নিয়ে শাকিব ভক্তদের অনেক আশা-ভরসা ছিল। চলচ্চিত্রটিতে তার অভিনয় ভক্ত-অনুরাগীরা গ্রহণ করলেও বক্স অফিসে সফলতা পায়নি। আর বারবার তারিখ পিছিয়ে ১৫ নভেম্বর মুক্তি পায় ‘দরদ’। ছবিটি বক্স অফিসে একদমই দাঁড়াতে পারেনি।
শাকিব খান অভিনীত চলচ্চিত্রগুলো ছাড়া শরিফুল রাজ অভিনীত ‘ওমর’, ‘দেয়ালের দেশ’ ও ‘কাজলরেখা’, পূজা চেরীর ‘মোনা: জ্বীন ২’, ‘লিপস্টিক’, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘রিভেঞ্জ’ মোটামুটি ব্যবসা করেছে। তবে হল মালিকরা বলছেন, এ ছবিগুলোর বেশকিছু ছবি ‘সঠিক সময়ে’ মুক্তি না দেওয়ায় বক্স অফিসে আশানুরূপ ফল পায়নি।
তবে বক্স অফিসে সফলতা না পেলেও সমালোচকদের দৃষ্টি কেড়ে ছিল─ ‘পেয়ারার সুবাস’, ‘ফাতিমা’, ‘নয়া মানুষ’, ‘৮৪০’, ‘প্রিয় মালতী’ ও ‘নকশী কাঁথার জমিন’ চলচ্চিত্রগুলো।
আমদানি করা সিনেমা সুপারফ্লপ
মাত্র ৪টি চলচ্চিত্র আমদানি করা হয়েছে এ বছর─ ‘হুব্বা’, ‘ক্রু’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘স্ত্রী ২’। আগের বছর যেমন ‘পাঠান’, ‘জাওয়ান’সহ আমদানিকৃত হিন্দি চলচ্চিত্রগুলো দেশের সিনেমা হলে রাজত্ব করেছিল, এ চারটির একটিও তা পারেনি। অধিকাংশ চলচ্চিত্রই সিনেমা হল থেকে এক সপ্তাহ পরে নেমে যায়।
হিন্দি ছবি আমদানিতে ভাটা
২০২৩ দেওয়া সরকারি এক প্রজ্ঞাপন অনুযায়ী সাফটা চুক্তির আওতায় ১৮টি হিন্দি চলচ্চিত্র আসার কথা। সে হিসেবে এরই মধ্যে অর্ধ ডজনের ওপরে হিন্দি সিনেমা আমদানি করা হয়েছে। এ বছর ‘ভুল ভুলাইয়া থ্রি’ ও ‘পুষ্পা ২’সহ বেশকিছু সিনেমা আমদানির প্রাথমিক অনুমতিপত্র পাওয়ার পরও আমদানিকারকরা শেষ পর্যন্ত পিছিয়ে যায়। প্রত্যেকেই রাজনৈতিক পরিস্থিতি উন্নতির অপেক্ষায়।
নতুন সিনেমার শুটিং কমেছে
দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে সিনেমায় বিনিয়োগকারীদের অনেকেই আপাতত নতুন করে বিনিয়োগ বন্ধ রেখেছেন। তবে এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে আলফা-আই, চরকি ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তারা শাকিব খান ও আফরান নিশোকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন এবং নির্মাণ করছেন। এর মধ্যে বেশ কিছু পরিচালক নতুন কয়েকটি চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন, অনেকে মহরত করলেও এখনও শুটিং শুরু করতে পারেননি।
আয়নাঘর নিয়ে ছবি ঘোষণার হিড়িক
গেল সরকারের আলোচিত ইস্যু ‘আয়নাঘর’ ও আলোচিত চরিত্র ‘ডিবি হারুন’-কে নিয়ে ‘হারুনের ভাতের হোটেল’, ‘ভয়ংকর আয়নাঘর’, ‘আয়নাঘর’, ‘পরিবর্তন’, ‘অন্ধকারের আয়নাঘর’ নামে ছবি নিবন্ধিত হয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে। তবে নিবন্ধন ও ঘোষণার কয়েক মাস পেরিয়ে গেলেও কোনো ছবির শুটিং শুরু হয়নি।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন
চলচ্চিত্রকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল সেন্সর বোর্ড বাতিল করে সার্টিফিকেশন বোর্ড চালু করা। সে অনুযায়ী বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের কয়েকদিন পরে ‘চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করেন। এ বোর্ড চলচ্চিত্রগুলোকে বিভিন্ন গ্রেডে সার্টিফিকেট দিচ্ছে।
‘প্রাপ্তবয়স্ক’ ছবি হিসেবে সার্টিফিকেট
সার্টিফিকেশন বোর্ড এখন ‘প্রাপ্তবয়স্ক’ ক্যাটাগরিতে সেন্সর সার্টিফিকেট দিচ্ছে। দেশের প্রথম প্রাপ্তবয়স্ক ছবি হিসেবে সেন্সর সার্টিফিকেট পেয়েছে ‘ভয়াল’।
জুলাই অভ্যুত্থানে নির্মাতাদের অংশগ্রহণ
খন্দকার সুমন, খিজির হায়াত খান, সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডসহ বেশ চলচ্চিত্র পরিচালকদের বেশ বড় একটা অংশ জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছেন। তাদের এ সক্রিয় অংশগ্রহণ বেশ আলোড়ন সৃষ্টি করে।
আক্রান্ত সিনেমা হল
৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক, ব্যক্তিগত দ্বন্দ্বসহ নানাবিধ কারণে বেশকিছু সিনেমা হল ভাঙচুর করা হয়েছিল। হল মালিকদের সংগঠন ‘চলচ্চিত্র প্রদর্শক সমিতি’র তথ্য মতে প্রায় ১৫টির মত সিনেমা হল ভাঙচুর হয়েছে।
সারাবাংলা/এজেডএস/পিটিএম