কনস্টাসের মতো সবাইকে ‘সাহসী’ দেখতে চান ওয়ার্নার
১ জানুয়ারি ২০২৫ ১০:০৫
নিজের অভিষেক টেস্টেই দুর্দান্ত ব্যাটিং করে আলোচনায় এসেছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাস ভারতীয় বোলারদের উপর চড়াও হয়ে অভিষেক ইনিংসেই পেয়েছেন হাফ সেঞ্চুরি। সাবেক অজি ওপেনার ডেভিড ওয়ার্নার বলছেন, দলের অন্য ব্যাটারদের উচিত কনস্টাসের মতোই সাহসী ব্যাটিং করা।
সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় ছিলেন কনস্টাস। সিরিজের প্রথম তিন ম্যাচে অবশ্য ম্যাকসোয়েনির কারণে একাদশে জায়গা হয়নি তার। অবশেষে মেলবোর্নে অভিষেক হয় কনস্টাসের। প্রথমবার ক্রিজে নেমেই করেছেন রেকর্ড। বুমরাহকে রিভার্স সুইপে ছক্কা মেরে জানিয়ে দিয়েছেন নিজের আগমনী বার্তাও। ৬ চার ও ২ ছক্কায় ৬৫ বলে ৬০ রানের ইনিংসে খেলেন কনস্টাস। অভিষেকে অজি ওপেনারদের মাঝে এটি দ্রুততম ফিফটি। সব মিলিয়ে অজি ব্যাটারদের মাঝে এটি দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি।
ওয়ার্নার বলছেন, কনস্টাসের মতো অন্যদেরও উচিত আগ্রাসী ব্যাটিং করা, ‘টপ অর্ডারে কনস্টাসের মতো সাহসী ক্রিকেটার থাকা দরকার। দলে এরকম অনেকেই আছে যারা ৫০ এর বেশি ম্যাচ খেললেও এত সাহসী না। তাদেরও সাহসী হতে হবে। ক্রিজের বাইরে এসে শট খেলতে হবে। স্মিথ অনেক ভিন্ন কিছু চেষ্টা করেছে। টপ অর্ডারে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে আমাদের। ট্রাভিস হেডও আক্রমণাত্মক ব্যাটিং করে। তার কারণেই আমরা অ্যাডিলেডে জয় পেয়েছে। অন্যদেরও এরকম কিছু করে দেখাতে হবে।’
পুরো সিরিজে অজিদের সবচেয়ে বেশি ভোগানো বুমরাহকে অবিশ্বাস্যভাবে সামলেছেন কনস্টস। ওয়ার্নার এতে দারুণ উচ্ছ্বসিত, ‘সেই ইনিংসটা খুবই স্পেশাল ছিল। অনেকেই তার সমালোচনাও করবে। তবে আমি চাই কনস্টাস এভাবেই খেলে যাক। বুমরাহর মতো বোলারদের কোনো একভাবে তো সামলাতে হবে! সে এটা দারুণভাবেই করে দেখিয়েছে।’
সারাবাংলা/এফএম
অস্ট্রেলিয়া-ভারত সিরিজ জাসপ্রীত বুমরাহ ডেভিড ওয়ার্নার স্যাম কনস্টাস