৪৩তম বিসিএস বঞ্চিতরা দাবি নিয়ে সচিবালয়ে
১ জানুয়ারি ২০২৫ ১৩:০৮ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৮:৫১
ঢাকা: নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) সকাল থেকেই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন সম্প্রতি ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া চাকরি প্রত্যাশীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে বিসিএস থেকে বাদ পড়ার কারণ জানতে চাওয়ার পাশাপাশি চাকরিতে সুযোগ দেওয়ার দাবিতে তারাএ অবস্থান কর্মসূচি পালন করছেন। একইসঙ্গে দাবি না মানলে আদালতে যাবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
৪৩তম বিসিএস থেকে বাদ পড়া চাকরি প্রত্যাশীরা বলেন, এ সরকারের আমলে গত ৩০ ডিসেম্বর প্রকাশিত গেজেটে মোট ২৬৭ জনকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন ভেরিফাই হয়ে বাদ পড়েছেন প্রায় ২২২ জন এবং মেডিকেল না করায় বাদ পড়েছেন ৪৫ জন। কিন্তু কী কারণে বাদ দেওয়া হয়েছে এর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
বাদ পড়া চাকরি প্রত্যাশী রাকিব হাসান বলেন, রাষ্ট্রদোহী অথবা ফৌজদারি মামলার কোনো অজুহাত না থাকলেও কী কারণে গেজেটভুক্ত হওয়ার পর বাদ দেওয়া হয়েছে -তা আমাদের জানানো হয়নি।
সাকিব আহমেদ বলেন, এটা শুরু হয়েছে ২০২০ সাল থেকে। ৫ বছর অতিবাহিত হলেও এখনো আমরা চাকরিতে যোগ দিতে পারিনি। আজ এসেছি কেন আমাদের বাদ দেওয়া হয়েছে- এর কারণ জানতে। গেজেটভূক্ত হয়েও চাকরিতে যোগ দিতে না পারলে আমাদের আদালতে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, গত ১৫ অক্টোবর প্রকাশিত গেজেটে আমাদের ১৭ নভেম্বর যোগ দেওয়ার কথা ছিল। পরবর্তীতে আরেক গেজেটে ১ জানুয়ারী যোগ দেওয়ার কথা বলা হয়। সর্বশেষ গত ৩০ ডিসেম্বর আরেক গেজেটে ২৬৭ জনকে বাদ দিয়ে নতুন গজেট প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য ৪৩তম বিসিএসে নিয়োগের জন্য গত ১৫ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন বাতিল করে গত ৩০ ডিসেম্বর নতুন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়। নতুন প্রজ্ঞাপনে ১৬৮ জনকে বাদ দেওয়া হয়েছে। এর আগে গত ১৫ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল।
নতুন প্রজ্ঞাপনে বলা হয়, সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২ হাজার টাকা ও ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এ প্রার্থীদের ১৫ জানুয়ারির মধ্যে যোগ দিতে হবে।
এর আগে, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ক্যাডার ও নন-ক্যাডার মিলে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এতে ক্যাডার এবং নন- ক্যাডারে দুই হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। ক্যাডার পদে দুই হাজার ১৬৩ জন ও নন-ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। সুপারিশের দীর্ঘ ১০ মাস পর ১৫ অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়, সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ৯৯ জন। নতুন প্রজ্ঞাপনসহ সব মিলে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েন ২৬৭ জন।
সারাবাংলা/জেআর/ইআ