Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে পুকুরে গলার গামছা প্যাঁচানো অজ্ঞাত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৩:৩৯

প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীতে পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। ওই ব্যক্তির গলায় গামছা প্যাঁচানো ছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

বুধবার (১ জানুয়ারি) সকালে শিরোইল রেল কলোনী পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুপুর ১২টা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয়ও পায়নি পুলিশ। মরদেহটি নগরীর চন্দ্রিমা থানায় রাখা ছিল। নিহত ব্যক্তির বয়স হতে পারে ৩৫ থেকে ৪০ বছর।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা পুকুর পাড়ে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নেয়। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

ওসি জানান, নিহত ব্যক্তির গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। তবে গলায় চাপ দেওয়া কিংবা গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করার মতো কোনো আলামত পাওয়া যায়নি। মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।

নিহত ব্যক্তির গলায় তুলশি মালা আছে, যা সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ পরে থাকেন। তার নাম-ঠিকানা ও পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান।

সারাবাংলা/ইআ

অজ্ঞাত মরদেহ উদ্ধার রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর