Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে নারীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৪:৪৮ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৫:৩৭

যুবতীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা

বরিশাল: ছোট বোনের বাসা থেকে বাড়ি ফেরার পথে এক নারীকে (২৪) তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা।

বর্তমানে ভুক্তভোগী ওই নারী নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কুশঙ্গল ইউনিয়নের বিন্দুঘোষ গ্রামের কবির হাওলাদারের সঙ্গে একই এলাকার জামাল খানের অনেক আগে থেকেই বিভিন্ন বিষয়ে নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে জামাল খানের বড় মেয়ে ছোট মেয়ের শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথে কবিরের ছেলে মোরসালিন হাওলাদার ও তার প্রতিবেশী হেমায়েতের ছেলে মোত্তাকিন তাদের বাড়ির সামনে একটি পরিত্যক্ত বিদ্যালয়ের ভবনের দিকে ওই নারীকে জোর করে নিয়ে যেতে থাকে। এসময় ওই নারী চিৎকার করলে তাকে মারধর করে তারা। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন।

ভুক্তভোগীর বাবা জামাল খান বলেন, ‘আমি তাদের ভয়ে ঢাকায় থাকি। কিছুদিন আগে আমরা বাড়িতে আসি। আমার মেয়েকে আজকে তারা ধর্ষণের চেষ্টা চালিয়ে মারধর করেছে। আমার মেয়েটি অবিবাহিত। আমার মেয়ের মান সম্মান সব শেষ হয়ে গেছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত মোরসালিনের বাবা কবির হাওলাদার বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমাদের ফাঁসানোর চেষ্টাও চালানো হচ্ছে।’

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘এ বিষয়ে ওই নারীর মা একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

ঝালকাঠি ধর্ষণের অভিযোগ বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর