Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী আলিফ খুনের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ২১:০৪

বুধবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আয়োজিত মানবন্ধন কর্মসূচী – ছবি সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে সমিতির উদ্যোগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আয়োজিত এক মানবন্ধন কর্মসূচী থেকে এ দাবি জানানো হয়।

আলিফ খুনে চিম্ময় দাসের উস্কানি আছে- এমন অভিযোগ তুলে মানবন্ধনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বলেন, ‘সাইফুল ইসলাম আলিফের যে হত্যাকাণ্ড হয়েছে, সেটাতে চিম্ময় দাসের উস্কানি ছিল। কারণ চিম্ময় দাসকে প্রিজন ভ্যানে উঠার পরে পুলিশের মাইকে বক্তব্য দিয়ে তার সমর্থকদের উস্কানি দিয়েছেন। যে কারণে পর্যায়ক্রমে অনেক ঘটনা ঘটে গেছে। আমাদের ভাই আলিফের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ঘরে ফিরে যাবে না। আলিফ হত্যায় সম্পৃক্ত এখনও অনেকেই গ্রেফতার হয় নি । আমরা জড়িতদের গ্রেফতার এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করতে মানববন্ধনে দাঁড়িয়েছি।’

তিনি বলেন, ‘ইসকনের সন্ত্রাসীরা চিম্ময় কৃষ্ণ দাসকে আদালতে তোলা ও নৃশংস হত্যাকান্ড ঘটানোর পর থেকে যেসব কর্মকান্ড করেছে, দীর্ঘ ১৩১ বছরের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। আমরা প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা ইন্ধন দিয়েছেন এবং পরোক্ষ সহযোগিতা করেছেন তাদের প্রতিটি মামলায় গ্রেফতার দেখিয়ে আইনের আওতার আনার জোর দাবি জানাই।’

স্বাভাবিকভাবে তদন্ত শেষ না হলে আইনজীবীরা কঠোর আন্দোলনের ডাক দেবে- এমন হুঁশিয়ারি উচ্চারণ করে নাজিম উদ্দিন বলেন, ‘আলিফ হত্যা মামলা ধীরগতিতে চলছে। আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা এ মামলাকে অত্যন্ত গুরুত্ব সহকারে সর্ব্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করবেন। যদি স্বাভাবিকভাবে সে তদন্ত শেষ হয়ে না থাকে, তাহলে আমরা কঠোর আন্দোলনের ডাক দিয়ে রাজপথে নামব।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ‘আমরা অনেক ধৈর্য্য ধরেছি। বাংলাদেশের মানুষ অনেক ধৈর্য্য ধরেছে। আমাদের সরলতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত ইসকনের সন্ত্রাসীদের গ্রেফতার করা না হচ্ছে, আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। যে আসামিরা জবানবন্দিতে অন্যান্যদের নাম বলেছে, তাদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দ্রুত বিচার আইনের মাধ্যমে আলিফ হত্যার বিচারের দাবি করছে বাংলাদেশের ৭০ হাজার আইনজীবী।’

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি আবদুল কাদের, আবদুস সাত্তার, শামসুল আলম ও সোলেমান হায়দার প্রমুখ।

সারাবাংলা/আইসি/আরএস

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর