Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ২০:১৪ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ২১:৩০

মরদেহ। ছবি: সারাবাংলা।

রাজশাহী: জেলার মোহনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নওগাঁর মান্দা উপজেলার বনকুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে কাওসার (২০), দক্ষিণ চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে কাউসার রহমান (১৭) এবং একই উপজেলার বনকুড়া গ্রামের আসাব উদ্দিনের ছেলে পলাশ (১৭)। আর আহত ব্যক্তির নাম সন্তু (৩০)। তার বাবার নাম নিরেন। বাড়ি মান্দা উপজেলার বাথুইল গ্রামে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান জানান, সন্ধ্যায় একটি ট্রাক পেছন থেকে দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই মোটরসাইকেলে দুজন করে থাকা চার আরোহী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন সন্তু। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকেরচালক কেশরহাট এলাকার একটি ফিলিং স্টেশনে ট্রাকটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ট্রাকচালককেও আটকের চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসআর

দুর্ঘটনায় নিহত ৩ রাজশাহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর