Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীসহ ডিএমপি‘র সাবেক কমিশনার ফারুকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ২১:৩৪ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ০২:৩৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ও সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক – (ফাইল ছবি)

ঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ও সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে অবৈধভাবে ৩ হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার করাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করার অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

এতে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বিধায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

সারাবাংলা/জিএস/আরএস

সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক