Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বিদেশি পিস্তলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ১৩:৫২

সাতক্ষীরার দেবহাটায়  তিনটি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ছবি: ফুটেজ ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায়  তিনটি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে দেবহাটার কুলপুকুর মোড় এলাকা হতে তাকে আটক করা হয়।

আটক আসাদুল গাজী (৩২) দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।

সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, কুলপুকুর এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা দুজন ব্যক্তির মধ্যে একজন পালিয়ে যায়। অপরজন হলেন আসাদুলকে যাকে পুলিশ আটক করেন।

পরে তার পরিহিত জ্যাকেট থেকে ২টি ও প্যান্টের পকেট থেকে ১টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

বিদেশি অস্ত্র উদ্ধার সাতক্ষীরা

বিজ্ঞাপন

ছাত্রদলের ৩ নেতাকে নোটিশ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২১

তিস্তা নিয়ে বিএনপির ২ দিনের কর্মসূচি
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৩

আরো

সম্পর্কিত খবর