Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ছাত্রদলের আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

ঢাবি করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ০০:৩৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ০২:০২

বুধবার ঢাবি ছাত্রদল আয়োজিত আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ছবি: সারাবাংলা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১ জানুয়ারি) ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রে ঢাবির হল শাখা ছাত্রদ‌লের ম‌ধ্যে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জান শিপন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ছাত্রবিষয় সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেন, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ ধারার ছাত্র রাজনীতির চর্চা জরুরি। বিগত বছরগুলোতে যে ধরনের ছাত্র রাজনীতি দেখা গেছে, তা ছিল ভয়ংকর। শিক্ষার্থীরা ছাত্রলীগের হাতে নিদারুণ নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্রদল এ ধরনের রাজনীতি থেকে বিরত থেকে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চা করবে।

সাধারণ শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা ও চিন্তা-চেতনাকে ধারণ করে ছাত্রদল আগামীর ছাত্র রাজনীতি সবার মধ্যে ছড়িয়ে দেবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এত সুন্দর একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ধন্যবাদ জানান তিনি।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য ঢাবি ছাত্রদলকে ধন্যবাদ জানান। বলেন, আমি প্রত্যাশা করছি, এই আয়োজন সফলভাবে সম্পন্ন হবে এবং আগামীতেও এ ধরনের আয়োজন ঢাবি ছাত্রদল করবে। এতে যা যা সাহায্য দরকার, কেন্দ্রীয় ছাত্রদল তা সরবরাহ করবে।

বিজ্ঞাপন

রাকিবুল ইসলাম আরও বলেন, সারা দেশে কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমারা বাংলাদেশে এক নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করব। আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

সারাবাংলা/এআইএন/টিআর

ছাত্রদল ঢাবি ছাত্রদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর