Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশার সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ০৯:৫২ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১২:২১

শীতের সকাল। ছবি: সারাবাংলা

ঢাকা: গত কয়েক দিন ধরে দেশের প্রায় সব এলাকায় কুয়াশা দেখা যাচ্ছে। মধ্যরাত থেকে জমতে থাকা কুয়াশা কোথাও কোথাও কেটে যেতে দুপুর গড়াচ্ছে। সেই সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী তিন দিন তাপমাত্রার তেমন কোনো পরিবতর্ন হচ্ছে না।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবারের (৩ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাস বলছে, এ দিনও মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, ‘এখন শীতের মৌসুম। তাপমাত্রা কখনো বাড়বে, কখনো কমবে- এটাই শীতের চরিত্র। তবে এই তিন দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাত এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমপি

আবহাওয়া অধিদফতর কুয়াশা শীত শীতকাল

বিজ্ঞাপন

৩১৫০ কোটি আয়ে সবাইকে ছাড়িয়ে রোনালদো
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৭

আরো

সম্পর্কিত খবর