Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১১:৫৮ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৮:২৯

মরদেহ। প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়ীয়া গ্রামের মাঠে আলমগীর হোসেন (৩৮) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি দল।

নিহত আলমগীর জেলার গাংনী পৌর এলাকার (১নং ওয়ার্ড) যুবদলের সভাপতি ও বাঁশবাড়ীয়া গ্রামের মঈনউদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, সহড়াবাড়ীয়া গ্রামের ইচিখালীর মাঠের জনৈক কামরুজ্জামানের তামাক ক্ষেতের পাশে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে কৃষকরা। পরে গাংনী থানা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ সনাক্ত করে।

গাংনী পৌর যুবদলের সদস্য সচিব এনামুল হক জানান, আলমগীরকে বুধবার সন্ধ্যায় অনেকেই গাংনী শহরে ঘোরাফেরা করতে দেখেছে। রাত ১ টার দিকে তার পরিবারের সদস্যরা জানায় আলমগীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে শুনেছি তার মরদেহ সহড়াবাড়ীয়া গ্রামে মাঠে পড়ে আছে। এটি একটি পরিকল্পিত হত্যা।

এদিকে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি বানী ইসরাইল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা বের করার চেষ্টা চলছে। সেই সাথে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হবে।

সারাবাংলা/এমপি

কুপিয়ে হত্যা দুর্বৃত্তরা যুবদল নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর