Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষার্থী-কর্মচারীদের কর্মসূচি

রাবি করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১৯:২৪ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৯:৫১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা ইস্যুতে শিক্ষার্থীদের কর্মসূচি। ছবি: সারাবাংলা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা ইস্যুতে পালটা পালটি কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। কোটা বাতিল না হলে রবিবার (৫ ডিসেম্বর) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। অপরদিকে প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তিন দিন কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৪ টায় শিক্ষার্থীদের পক্ষে ঘোষণা দেন কোটা বিরোধী আন্দোলনের নেতা ও সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। অপরদিকে এদিন বিকেলে গণমাধ্যমকে তিন দিনের কর্মবিরতির কথা জানিয়েছেন অফিসার্স সমিতির’র ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সকল ধরনের পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এদিন সকাল পৌনে নয়টা থেকে শিক্ষার্থীরা প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। কিছু কর্মকর্তা-কর্মচারী বের হয়ে গেলেও অনেকে বের হননি। পরে সকাল ১০টায় প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন দুই উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, অধ্যাপক ফরিদ উদ্দিন খানসহ অনেক কর্মকর্তা-কর্মচারী। সন্ধ্যা সাড়ে ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসন ভবনে তালা দিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা। তবে কোটার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিন বিকেল চারটায় কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়ে সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘গতকাল (১ ডিসেম্বর) রাত থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়ে সংবাদ সম্মেলন করেছি। আমরা ঘোষণা দিয়েই প্রশাসন ভবনে তালা ঝুলিয়েছি। এরপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোটা রাখার বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি। দ্বিতীয় স্বাধীনতা লাভের পর বিশ্ববিদ্যালয়ে কোটা প্রথা একটা হাস্যকর বিষয়। অবিলম্বে পোষ্য কোটা বাতিল করে মেধাবীদের মুক্তি দিতে হবে। আজকের মধ্যে পোষ্য কোটা বাতিল করা না হলে রবিবার (৫ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন করা হবে। এমনকি বিশ্ববিদ্যালয়ের বাসগুলোও ক্যাম্পাসের বাহিরে যেতে দেওয়া হবে না।’

বিজ্ঞাপন

এদিকে পোষ্য কোটা নিয়ে প্রশাসনের এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া প্রশাসনের এ সিদ্ধান্তের প্রতিবাদে একদিনের পূর্ণদিবস কর্মবিরতিসহ ৩ দিন ব্যাপি কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির’র ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা ফেরত চাই। এই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা ৩ দিনের কর্মসূচি দিয়েছি। আগামী ৬ জানুয়ারি মানববন্ধন, ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি এবং ৮ জানুয়ারি আমরা সর্বাত্মক কর্মসূচি পালন করবো। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে তারা কমপ্লিট শাটডাউন করতেই পারে। তবে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে আলাপ আলোচনার বিকল্প নেই। বিষয়টি সমাধানে আমরা উভয় পক্ষের সঙ্গেই কথা বলবো। কারণ এ ধরনের কর্মসূচি পালিত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে শিক্ষার্থীরা। আমরা চাই না আমাদের কোনো শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ হোক।’

সারাবাংলা/এনজে

কর্মচারী কর্মসূচি কোটা ইস্যু রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর