Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে গোলাগুলিতে ’ইউপিডিএফ ‍সন্ত্রাসী’ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ২০:৪০ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ০২:০০

লংগদুতে সেনা অভিযানে উদ্ধার করা সরঞ্জাম।

রাঙ্গামাটি: রাঙ্গামাটির লংগদু উপজেলার কিচিংছড়া নামক এলাকার জঙ্গল থেকে গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি অ্যাসল্ট রাইফেল ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করে লংগদু থানা পুলিশ। সেনাবাহিনী জানিয়েছে, নিহত ব্যক্তি পাহাড়ের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ‘সন্ত্রাসী’। তবে ইউপিডিএফ বলছে, নিহত ব্যক্তির সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞাপন

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের কিচিং ছড়া এলাকা থেকে একটি গুলিবিদ্ধ অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পরে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার পেরাছড়া এলাকায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালায়। এ সময় ইউপিডিএফের (প্রসিত খীসা) গোপন আস্তানার সন্ধান পেয়ে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে ইউপিডিএফের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং বেশ কিছু সন্ত্রাসী আহত অবস্থায় জঙ্গলে পালিয়ে যায়।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই স্থানে তল্লাশি চালিয়ে ইউপিডিএফ সন্ত্রাসীদের ব্যবহৃত একটি অ্যাসল্ট রাইফেল (এম-১৬), দুই রাউন্ড এমজি/স্নাইপার অ্যামুনিশন, ৯০ রাউন্ড রাইফেল অ্যামুনিশন, একটি ওয়াকিটকি সেট ও ১২টি মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। পলাতকদের সন্ধানে সেনা অভিযান চলছে।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে ঘটনাস্থল হিসেবে নানিয়ারচর উপজেলার পেরাছড়া উল্লেখ করা হলেও স্থানীয়রা বলছেন, এলাকাটি লংগদু উপজেলা লংগদু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কিচিংছড়া গ্রাম।

অন্যদিকে সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে নিহত ব্যক্তিকে ‘ইউপিডিএফ সন্ত্রাসী’ উল্লেখ করা হলেও ইউপিডিএফ তার সঙ্গে সম্পকৃক্ততা অস্বীকার করেছে। সংগঠনটির মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘লংগদুতে নিহত ব্যক্তি আমাদের দলের কেউ নয়। পাহাড়ে ভ্রাতৃঘাতী সংঘাতকে উসকে দিতে নিহত ব্যক্তির সঙ্গে আমাদের সংগঠনের নাম জড়ানো হচ্ছে। এটি একটি নতুন নাটক।’

সারাবাংলা/এনজে

ইউপিডিএফ গুলি নিহত রাঙ্গামাটি সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর