Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ২২:৫৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল

ঢাকা: আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টুর সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশক্রমে দলের সব পদ থেকে আমিনুল ইসলাম আমিনকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি বহিষ্কৃত আমিনুল ইসলাম আমিনের সঙ্গে সবধরনের রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এজেড/পিটিএম

বহিষ্কার বিএনপি নেতা

বিজ্ঞাপন

ছাত্রদলের ৩ নেতাকে নোটিশ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২১

তিস্তা নিয়ে বিএনপির ২ দিনের কর্মসূচি
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৩

আরো

সম্পর্কিত খবর