সবজির সঙ্গে পেঁয়াজ আলুতেও মিলেছে স্বস্তি, কমেনি চালের দাম
৩ জানুয়ারি ২০২৫ ১২:১৫ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১২:১৬
ঢাকা: সবজি কিনে এখন সুখের আবহ পাওয়া যাচ্ছে। সব ধরণের সবজির দামই সব শ্রেণি পেশার মানুষের হাতের নাগালে। ১০০ টাকায় অন্তত তিন কেজি বা কখনো তারও বেশি সবজি কেনা যাচ্ছে। সবজির সাথে এখন স্বস্তি নিয়ে এসেছে আলু ও পেঁয়াজও। আলু ৪০ থেকে ৫০ টাকা ও পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। তবে এই স্বস্তি উধাও করে দিচ্ছে চালের বাজার।
শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজার, বিজয়সরণী, শেওড়াপাড়া ও ইব্রাহিমপুর এলাকার কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
নতুন বছরের প্রথম শুক্রবারে বাজারে শৈত্য প্রবাহের আবহ রয়েছে। ছুটির দিন থাকলেও সকালে ক্রেতাদের আনাগোনা কম ছিল। গত কয়েক সপ্তাহ ধরেই সবজির দাম কম রয়েছে।
মুলা ও শালগম ২০ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁপে ৩০ থেকে ৪০ টাকায়। নতুন আলু ৫০ টাকা ও পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
রাজধানীর কারওয়ান বাজারে শশা ৫০ টাকা, বেগুন প্রকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৬০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, কড়লা ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মুলা ৩০, নতুন আলু ৫০ টাকা, শালগম ৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
রাজধানীর ইব্রাহিমপুর বাজারে দেখা গেছে, পেঁপে ৪০, লম্বা বেগুন ৪০ টাকা, কালো গোল বেগুন ৫০ টাকা ও প্রকারভেদে সিম ৩০ থেকে ৫০ টাকা। এছাড়া শশা ৫০ টাকা, গাজর ৬০ টাকা ও টমেটো ৬০, কাঁচামরিচ ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাতাকপি ২০ টাকা, ফুল কপি ২০ টাকা ও পেঁয়াজপাতা ৪০ টাকা কেজি। পেঁয়াজ ৬০ টাকা ও আলু ৫০ টাকা কেজি।
ফার্মগেটের বিজয়স্মরণী বাজারে দেখা গেছে, লম্বা বেগুন ৪০, গোল বেগুন ৫০ টাকা, দেশি গাজর ৫০, শশা ৫০ টাকা, টমেটো ৬০, পেঁপে ৪০, উস্তা ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, সিম ৪০ টাকা ও কাঁচামরিচ ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এদিকে, কারওয়ানবাজের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৪০ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই বাজারে পাবনার দেশি পুরাতন পেঁয়াজ ১০০ টাকা কেজিতে বিক্রি হতেও দেখা গেছে। এছাড়া চায়না আদা ১৬০ থেকে ১৮০ টাকা, চায়না রসুন ২১০ থেকে ২২০ টাকা, নতুন আদা ১০০ থেকে ১১০ ও নাটোরের রসুন ২২০ থেকে ২৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারটিতে এক পাল্লা (৫ কেজি) নতুন আলু ২০০ টাকা, পুরাতন আলু ২৩০ টাকা ও নতুন পেয়াজ ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
রাজধানীর বিজয়সরণী বাজারে গরু ৭৫০ টাকা কেজি ও খাশি ১১০০ থেকে ১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারটিতে ফার্মের মুরগি ২১০ টাকা, পাকিস্তানি ৩১০, দেশি ৫২০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। আর বাজার ঘুরে দেখা গেছে, ১৪০ থেকে ১৪৫ টাকা ডজনে ডিম বিক্রি হচ্ছে। বাজারে ডিমের দাম আরও কমেছে।
এদিকে, বাজারে মিনিকেট চাল ৮০ থেকে ৮৫ টাকা ও আটাশ চাল ৬৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। সপ্তাহ ব্যবধানে কেজিতে চালের দাম বেড়েছে ২ থেকে ৫ টাকা।
সারাবাংলা/ইএইচটি/এমপি