Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউ অরলিন্সে হামলাকারী ছিলেন অবসর প্রাপ্ত মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারি ২০২৫ ১২:৫৪ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৬:৩৪

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ইংরেজি নববর্ষের দিন ট্রাক চাপা দেওয়ার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ছিলেন একজন অবসর প্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা। নাম শামসুদ্দিন জব্বার। তিনি একাই হামলা চালিয়েছেন। এ হামলায় তিনি নিজেও মারা গেছেন বলে জানিয়েছে এফবিআই।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এফবিআইয়ের সন্ত্রাস বিরোধী বিভাগের সহকারী পরিচালক ক্রিস্টোফার রাইয়া বলেন, ‘এই হামলায় একমাত্র একজন সন্দেহভাজনই জড়িত। তিনি হচ্ছেন টেক্সাসের বাসিন্দা শামসুদ্দিন জব্বার (৪২)।’

বিজ্ঞাপন

ক্রিস্টোফার রাইয়া বলেছেন, ‘শামসুদ্দিন জব্বার ছাড়া আর কেউ এই হামলার সঙ্গে জড়িত ছিল বলে আমরা মনে করি না।’

তবে রাইয়া জোর দিয়ে বলেছেন, ‘তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে আছে। আমরা আত্মবিশ্বাসী যে এই হামলায় জব্বারের কোনো সহযোগী ছিল না।’

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের পর্যটন কেন্দ্র বোরহন স্ট্রিটে নববর্ষ উদযাপনকালে ভিড়ের মধ্যে ট্রাক উঠিয়ে দেন জব্বার। এতে প্রাণ হারায় ১৫ জন। আহত হয়েছে অন্তত ৩৫ জনেরও বেশি। ‘ওয়াশিংটন পোস্ট’ এবং ‘নিউইয়র্ক টাইমস’ এই তথ্য নিশ্চিত করেছে।

হামলার পর পালানোর সময় জব্বারের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের গুলি বিনিময় হলে জব্বার নিহত হন।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নিহত জব্বার টেক্সাসের বাসিন্দা এবং এক সময় মার্কিন সেনাবাহিনীতে চাকরি করতেন। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে আইএসের সঙ্গে জড়িয়ে পড়েন।

গত ৩১ ডিসেম্বর হিউস্টন থেকে নিউ অরলিন্সে আসেন তিনি। হামলার কয়েক ঘন্টার মধ্যে ফেসবুকে পাঁচটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেছিলেন, তিনি ইসলামিক জঙ্গি গোষ্ঠি আইএসকে সমর্থন করতেন। এফবিআই এইসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে এফবিআই-এর সহকারী পরিচালক রাইয়া বলেছেন, ‘এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। পূর্বপরিকল্পিত এবং জঘন্য কাজ। এফবিআই মনে করে ওই ব্যক্তি স্পষ্টতই আইএস-এর প্রতি অনুপ্রাণিত ছিলেন।’

এছাড়া জব্বারের ট্রাক থেকে কিছু বিস্ফোরক দ্রব্য ও আইএসের একটি পতাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও কেন্দ্রীয় কর্তৃপক্ষ।

সারাবাংলা/এমপি

ইংরেজি নববর্ষ এফবিআই যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর