যশোরে শীতের প্রকোপ, সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি
৪ জানুয়ারি ২০২৫ ১১:১৯ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১৪:৩১
যশোর: যশোরে শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। শুক্রবারের (৩ জানুয়ারি) চেয়ে ০.২ ডিগ্রি তাপমাত্রা কমেছে শনিবার (৪ ডিসেম্বর)।
যশোর বিমানবন্দরস্থ আবহাওয়া অফিস জানায়, শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। শীত আরও বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। সেইসঙ্গে এ মাসে শৈত্যপ্রবাহেরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত যশোরের আকাশে কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অফিসের তথ্যমতে সারাদিন সূর্যের দেখা নাও মিলতে পারে। শুক্রবারের চেয়ে শীত যেমন বেড়েছে তেমনি বেড়েছে বাতাসও। তাছাড়া রাত থেকে ছিল ঘন কুয়াশা।
এদিকে বিকেল থেকে শীতের প্রকোপ শুরু হয় বলে দিন থাকতেই মানুষকে আরও বেশি ভারী কাপড়, শীতের পোশাক ব্যবহার করতে হয়। শীতের কারণে কর্মজীবী মানুষেরা বেশি সমস্যায় পড়েছেন। শিশু ও বৃদ্ধদের রাখতে হয় সর্তকতায়। রোগ ব্যাধির প্রকোপ না থাকলেও ঠান্ডাজনিত সমস্যার খবর পাওয়া যাাচ্ছে।
সারাবাংলা/এনজে