মুক্তিযোদ্ধা পরিচয়ে মামলা দিয়ে জায়গা দখলের চেষ্টা আ.লীগ নেতার
৪ জানুয়ারি ২০২৫ ১২:২৫ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১২:২৯
বান্দরবান: বান্দরবানের লামার আজিজ নগরের চিউনি পাড়া জামে মসজিদ ও হাবিবিয়া ফোরকানিয়া মাদরাসার জমি দখলের চেষ্টার দায়ে আওয়ামী লীগের ২ নেতার বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা মুক্তিযোদ্ধার পরিচয়ে প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। মামলাটি মিথ্যা দাবি করে এই হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে আজিজ নগরের চিউনি এলাকাবাসী।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার সময় আজিজ নগরের ক্যাম্প বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চিউনি পাড়া জামে মসজিদ ও হাবিবিয়া ফোরকানিয়া মাদ্রাসার নামে প্রায় ২০ একর জমি থাকলেও আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব দেখিয়ে মুক্তিযোদ্ধা পরিচয়ে আবদুর রউফ তাঁতী ও আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন প্রায় ৮ একরেরও বেশি জায়গা জোর পূর্বক দখলে নিয়েছে। এর প্রতিবাদ করায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব নাজেমুল ইসলাম চৌধুরী এবং মাদ্রাসার মোহতামিম ও মসজিদের খতিব জিয়াউল হকসহ ৫ জন এর বিরুদ্ধে কোর্টে মিথ্যা মামলা করেছেন ২ নেতা।
তারা বলেন, বর্তমান সরকারের আমলেও তাদের দাপট কমছে না। এর পরেও প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছে তাদের। বক্তারা আরও বলেন, শুধু মসজিদের জায়গাই নয়, তারা সরকারি পরিত্যাক্ত স্কুল ঘরও দখল করেছেন। বর্তমানে সেই স্কুল ঘরেই স্বপরিবারে বসবাস করছেন তারা।
মানববন্ধনকারীরা বলেন, মুক্তিযোদ্ধা আবদুর রউফ তাঁতী নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিলেও তার তালিকা কোন গেজেটে পাওয়া যায়নি। তাই তিনি একজন ভূয়া মুক্তিযোদ্ধা এটাই প্রমানিত। এসময় তারা প্রশাসনের কাছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মাদরাসা-মসজিদের জায়গা দখলের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষনা দেয়া হবে বলে জানান তারা।
মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, মাদরাসার সভাপতি মাস্টার নুরুল ইসলাম, মাদরাসার মোহতামিম ও মসজিদের খতিব মাওলানা জিয়াউল হকসহ চিউনি পাড়া এলাকার কয়েক শতাধিক ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনজে