রোহিত-কোহলিদের ভবিষ্যৎ তাদের হাতেই ছেড়ে দিলেন গম্ভীর
৫ জানুয়ারি ২০২৫ ১৬:৪৩
গত কয়েক সিরিজ ধরেই দুজনের ব্যাটে রান নেই। সাদা পোশাকে রোহিত শর্মা-বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে কথা উঠেছিল আগেই। বোর্ডার-গাভাস্কার সিরিজে ৩-১ ব্যবধানে হারের পর দুজনের টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ এখন রীতিমত প্রশ্নের সম্মুখীন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে ভারতের কোচ গৌতম গম্ভীর বলছেন, রোহিত-কোহলির অবসরের সিদ্ধান্ত তাদের উপরেই ছেড়ে দিয়েছেন তিনি।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে রানে ছিলেন না রোহিত-কোহলি দুজনেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে একটি সেঞ্চুরি পেলেও বাকি সব ইনিংসেই ব্যর্থ ছিলেন কোহলি। প্রতিবারই দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে। অন্যদিকে রোহিতের ফর্ম ছিল আরও নাজুক। পুরো সিরিজজুড়েই ধুঁকতে থাকা রোহিত সিরিজের শেষ টেস্টে নিজেই সরে দাঁড়িয়েছিলেন।
৩-১ ব্যবধানে সিরিজ হারের পর অনেকেরই ধারণা, রোহিত-কোহলিকে হয়তো আর ভারতের জার্সিতে টেস্ট ম্যাচে দেখা যাবে না। কোচ গম্ভীর অবশ্য অবসরের সিদ্ধান্তটা তাদের উপরেই ছেড়ে দিয়েছেন, ‘আমি কোনো ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে বলতে পারি না। এটা পুরোটাই তাদের উপরে। তবে আমি একটা কথাই বলতে পারি। তাদের মাঝে এখনো সেই ক্ষুধাটা আছে, প্যাশনটা আছে। তারা দৃঢ় মনোভাবের অধিকারী। আশা করি তারা ভারতীয় ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তবে বাস্তবতা হচ্ছে একটা সময়ে তাদের সরে দাঁড়াতেই হবে। তারা নিজেরা যখন পরিকল্পনা করবে এই ব্যাপারে, সেটা তারা দেশের ক্রিকেটের ভালোর কথা ভেবেই করবে।’
আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের প্রথম টেস্ট সিরিজ ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া সেই সিরিজের সময় রোহিতের বয়স হবে ৩৮, কোহলির ৩৭ ছুঁইছুঁই। ওই বয়সে কি এই দুজনের খেলা চালিয়ে যাওয়া ঠিক হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গম্ভীর বলছেন, এখনই এসব নিয়ে ভাবছেন না তিনি, ‘এসব নিয়ে কথা বলার এখনই সময় আসেনি। এখনো ৫ মাস আছে পরের টেস্টের। এখন এসব নিয়ে কথা বলার সঠিক সময়ও না। খেলায় অনেক কিছুই পরিবর্তন হয়। মানুষ বদলে যায়, ফর্ম বদলে যায়, সবকিছুই বদলে যায়। খেলায় সবই সম্ভব। দেখা যাক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে পরিস্থিতি কেমন হয়। তবে যাই হবে সেটা ভারতের ক্রিকেটের জন্য ভালোই হবে।’
সারাবাংলা/এফএম