Saturday 15 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবু সাঈদ হত্যাকাণ্ডে ৭১ শিক্ষার্থীকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৭:২৭ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৮:৫১

আবু সাঈদ।

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লবে আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

উপাচার্য জানান, ৩৩ জন শিক্ষার্থীকে দুই সেমিস্টার, ২৩ জনকে শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া সাবেক ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।

সারবাংলা/এসআর

আবু সাঈদ হত্যাকাণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর