Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদল অতন্ত্র প্রহরী’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৮:৫৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৯:০৩

টাঙ্গাইলে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সারাবাংলা।

টাঙ্গাইল: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্রদল বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শহিদ মিনার চত্বরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদলের অনেক নেতাকর্মী শাহাদতবরণ করেছেন। আন্দোলনের মূল দায়িত্ব পালন করেছে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবেনা। ছাত্রদল সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এর জন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।’

জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ’র সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাম ইকবাল ও জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন প্রমুখ।

এর আগে শহিদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা ছাত্রদল শোভাযাত্রা ও আলোচনার আয়োজন করে।

সারাবাংলা/এসআর

ছাত্রদল ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী টাঙ্গাইল বিএনপি সুলতান সালাউদ্দিন টুকু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর