৪ দিনব্যাপী গ্যাপেক্সপো শুরু ৮ জানুয়ারি
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪৫
ঢাকা: দেশের গার্মেন্টস এক্সেসরিজ, প্যাকেজিং ও ম্যানুফ্যাকচারিং খাতকে তুলে ধরতে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী গ্যাপেক্সপো-২০২৫। ৮ জানুয়ারি শুরু হয়ে এই এক্সপো চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) অনুষ্ঠিত হবে এই এক্সপো। একই সময়ে অনুষ্ঠিত হবে গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ-২০২৫।
রোববার (৫ জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজারে একটি হোটেলে এক্সপো উপলক্ষ্যে এক সংবাদ সম্মেনের আয়োজন করে মেলার আয়োজক বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান বিজিএপিএমইএ’র সভাপতি মো. শাহরিয়ার।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘বিজিএপিএমইএ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য, এ সেক্টরের কাঁচামাল, ব্যবহৃত মেশিনারি, অ্যাপারেল, ইয়ার্ন, ফেব্রিক্স ইত্যাদিকে একত্রে প্রচার, প্রসার, ক্রেতা অনুসন্ধান এবং এতদসংশ্লিষ্ট সকলের মিলন মেলা হিসেবে কো-অর্গানাইজার এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রা. লিমিটেডকে সঙ্গে নিয়ে মেলার আয়োজন করে থাকে। বিগত ২০০৬ সালে এ উদ্দেশ্যে বিজিএপিএমইএ ১ম গ্যাপেক্সপো মেলার আয়োজন করে। সে বছর মেলার এক্সিবিটরের সংখ্যা ছিল মাত্র ৩৬ জন।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে ১৩টি গ্যাপেক্সপো আয়োজন করা হয়েছে। আগামী ৮ থেকে ১১ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি) অনুষ্ঠিত হবে গ্যাপেক্সপো-২০২৫ এর ১৪তম আয়োজন। সেইসঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ-২০২৫। অন্যান্য বছরের ন্যায় এ বছরও চারটি মূল হল ও হ্যাঙ্গার বা তাবু মিলিয়ে একত্রে মোট ১০টি হলে মেলা অনুষ্ঠিত হবে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২৫০ জন এক্সিবিটর ৯০০টি স্টলে মেলায় অংশ নেবেন। যার মধ্যে ১৮টির বেশি দেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ভারত, জাপান, ভিয়েতনাম, চীন, দ. কোরিয়া, জার্মানিরও অনেক প্রতিষ্ঠান রয়েছে। মেলার প্রচারের জন্য রয়েছে বিজিএপিএমইএ’র ২১০০ প্রতিষ্ঠান, বিজিএমইএ’র চার হাজারের বেশি প্রতিষ্ঠান। আশা করা যাচ্ছে, এ বছর মেলায় ৮০ হাজারের কাছাকাছি দর্শনার্থী আসবে।
সংগঠনটি জানায়, মেলায় ৮ জানুয়ারি বেলা ১১ টায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশস্থ কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ এর সভাপতি শওকত আজিজ রাসেল, কোরিয়া প্যাকেজিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কিম সাং সুন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’র চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
মেলায় আরও বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে সরকারের একাধিক উপদেষ্টার উপস্থিত থাকার কথা রয়েছে। সাংবদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেলাসংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হাসানুল করিম তমিজ, সহ-সভাপতি (অর্থ) মোজাহারুল হক শহী, সাবেক সভাপতি ও উপষ্টো মোহাম্ম মোয়াজ্জেম হোসেন মতি, পরিচালক কাজী আশরাফুল হক জুয়েল, পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক সহ-সভাপতি জহির উদ্দিন হায়দায়, সাবেক সহ-সভাপতি জনাব জহির উদ্দিন আলমগীর, সাবেক সহ-সভাপতি (অর্থ) মনির উদ্দিন আহমেদ প্রমুখ।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম