পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ গাভাস্কার
৬ জানুয়ারি ২০২৫ ০৯:২২
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের ট্রফির নামকরণটা হয়েছে তার নামেই। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালান বোর্ডারের সাথে ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কারের নামেই দুই দলের টেস্টে সিরিজের ট্রফির নাম রাখা হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তবে সিরিজ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা হয়নি সেই গাভাস্কারকেই! এই ঘটনায় ক্ষুব্ধ গাভাস্কার বলছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না ডাকায় হতবাক হয়েছেন তিনি।
সিডনিতে সিরিজের শেষ ম্যাচে জিতে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ১০ বছর ও ৪ সিরিজ পর বোর্ডার-গাভাস্কার ট্রফি ফিরে পেয়েছে অজিরা। অজি অধিনায়ক প্যাট কামিন্সের হাতে এই ট্রফি তুলে দিয়েছেন অ্যালান বোর্ডার। তবে মাঠে থাকলেও সেই অনুষ্ঠানে ডাকা হয়নি ট্রফি নামের আরেক অংশীদার গাভাস্কারকে।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম কোড স্পোর্টসকে গাভাস্কার বলেছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না ডাকায় হতাশ তিনি, ‘আমাকে ওই অনুষ্ঠানে ডাকা হয়নি। অবশ্যই সেখানে থাকতে পারলে আমার ভালো লাগতো। এটা বোর্ডার-গাভাস্কার ট্রফি। আমি তো মাঠেই ছিলাম। অস্ট্রেলিয়া জিতেছে, এটা আমার কাছে ব্যাপার নয়। তারা ভালো খেলেই জিতেছে। এখন ভারতীয় হওয়ার কারণে আমি ট্রফি দিতে পারিনি। আমার ভালো বন্ধু বোর্ডারকে নিয়ে ট্রফি দিতে পার্লে ভালো লাগতো।’
অন্য এক সাক্ষাৎকারে গাভাস্কার অবশ্য জানিয়েছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না থাকার ব্যাপারে আগেই আভাস পেয়েছিলেন তিনি, ‘পরিস্থিতি কী হতে পারে, তা আমাকে সিডনি টেস্টের আগমুহূর্তে জানানো হয়েছিল। আমাকে বলা হয়েছিল ভারত যদি সিরিজ জিততে অথবা ড্র করতে না পারে, তাহলে আমার দরকার নেই। এটাই নিয়ে আমার দুঃখ নেই, তবে আমি বিব্রত। এখানে বোর্ডার-গাভাস্কার দুজনেরই থাকা উচিত ছিল।’
তবে গাভাস্কারকে আমন্ত্রণ না জানানো যে ভুল ছিল, সেটা স্বীকার করে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে তারা গাভাস্কারের কাছে দুঃখও প্রকাশ করেছেন।
সারাবাংলা/এফএম
অস্ট্রেলিয়া-ভারত সিরিজ বোর্ডার-গাভাস্কার সিরিজ সুনীল গাভাস্কার