৬ টেস্টে ৪৪ উইকেটে রশিদের রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪২
ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে প্রচুর ম্যাচ খেললেও সাদা পোশাকে খুব কমই মাঠে নেমেছেন তিনি। আফগানিস্তানের হয়ে মাত্র ৫ টেস্ট খেলা রশিদ খান গত চার বছরে এই ফরম্যাটে মাঠে নামেননি। দীর্ঘ সময় পর আফগানদের হয়ে টেস্ট খেলে নেমেই নতুন রেকর্ড গড়েছেন রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে ফিরেই ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। এতে নিজের প্রথম ৬ টেস্টেই তার উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৪৪ এ। টেস্ট ইতিহাসে প্রথম ৬ টেস্টে রশিদের চেয়ে বেশি উইকেট আছে মাত্র দুইজনের।
চার বছর পর সাদা পোশাকে মাঠে নেমেছিলেন রশিদ। বুলাওয়োতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নিয়েছেন রশিদ। দ্বিতীয় ইনিংসে তার ফাইফারেই জয়ের সুবাস পাচ্ছে আফগানরা। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৬টি উইকেট পেয়েছেন রশিদ, দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট পূর্ণ করেছেন তিনি। এখনো জিম্বাবুয়ের দুটি উইকেট বাকি আছে। এই দুই উইকেট তুলে নিলেই ম্যাচ ও সিরিজ জিতে যাবে আফগানরা। জয়ের জন্য জিম্বাবুয়ের এখনো দরকার ৭৩ রান।
বুলাওয়োতে ১০ উইকেট পাওয়ার সুবাদে ৬ ম্যাচে এখন পর্যন্ত রশিদের উইকেটসংখ্যা ৪৪টি। প্রথম ৬ ম্যাচে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার অস্ট্রেলিয়ার চার্লি টার্নার। নিজের প্রথম ৬ টেস্টে তিনি পেয়েছিলেন ৫০ উইকেট। টার্নারকে ছুঁতে না পারলেও দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে রশিদের সামনে। নিজের প্রথম টেস্টে ফিল্যান্ডার নিয়েছেন ৪৫ উইকেট।
জিম্বাবুয়ের শেষ দুই উইকেট তুলে নিতে পারলেই রশিদের উইকেটসংখ্যা দাঁড়াবে ৪৬ এ। তখন ফিল্যান্ডারকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবেন রশিদ। তবে টার্নার, ফিল্যান্ডারের কেউই রশিদের মতো ৬ ম্যাচে ৩বার ১০ উইকেট নিতে পারেননি।
সারাবাংলা/এফএম