Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেল সেবায় ভ্যাট ছাড় এনবিআরের

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ১৭:১৪ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

ঢাকা: মেট্রোরেল সেবার উপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (৬ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সীর সই করা বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, মেট্রোরেল বাংলাদেশের আধুনিক ও জনপ্রিয় গণপরিবহন হিসেবে যানজট নিরসন এবং কর্মঘণ্টা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সেবা আরও জনপ্রিয় করতে এর যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন। তাই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১২৬-এর উপ-ধারা (৩)-এর আওতায় এ ভ্যাট অব্যাহতি দিচ্ছে এনবিআর।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

সারাবাংলা/ইএইচটি/ইআ

এনবিআর ভ্যাট ছাড় মেট্রোরেল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর