নৌবাহিনীর সেমিনার: সমুদ্র সম্পদের নিরাপত্তা রক্ষার তাগিদ
৬ জানুয়ারি ২০২৫ ২০:১১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সমুদ্র সচেতনতা নিয়ে নৌবাহিনীর এক সেমিনারে সমুদ্র সম্পদের নিরাপত্তা রক্ষায় চ্যালেঞ্জ নির্ধারণ করে সেগুলো মোকাবিলার তাগিদ দেওয়া হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের উদ্যোগে বার্ষিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২৪’র অংশ হিসেবে এ সেমিনার অনুষ্ঠিত হয়। নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সেমিনারে সেনা, নৌ ও বিমানবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মেরিন ফিশারিজ একাডেমি, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিআইডব্লিউটিএ, চট্টগ্রাম কাস্টম, পরিবেশ অধিদফতর, ড্রাইডক লিমিটেড এবং বিভিন্ন মেরিটাইম সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেমিনারে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী প্রধান অতিথি ছিলেন। এতে বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা সমুদ্র সম্পদের নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জগুলো তুলে ধরে সেগুলো মোকাবিলার ওপর জোর দেন। এছাড়া সমুদ্রপথে নিরাপদ বাণিজ্যিক সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশের অভ্যন্তরীণ নৌপথগুলোর নাব্যতা সংকট ও এর থেকে উত্তরণের উপায়, পরিবেশবান্ধব সামুদ্রিক শিল্প উন্নয়ন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয় আলোচনায় উঠে আসে।
এদিকে একইসময়ে নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের উদ্যোগেও সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনায় নৌবাহিনীর ঘাঁটি তিতুমীরে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সেমিনারে মোংলা বন্দর কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি, অভ্যন্তরীণ নৌপথগুলোর নাব্যতা সংকট ও এর থেকে উত্তরণের উপায়, টেকসই জাহাজ নির্মাণ প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।