Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে ইসলামি শাসন থাকলে মানুষকে শীতে কষ্ট করতে হত না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ২০:২১ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ২২:৪৬

শীতার্ত মানুষের মাঝে ইসলামী আন্দোলনের শীতবস্ত্র বিতরণ। ছবি: সারাবাংলা।

ঢাকা: দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম থাকলে মানুষকে শীতে কষ্ট করতে হত না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সোমবার (৬ জানুয়ারি) পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম থাকলে মানুষকে খোলা আকাশের নিচে তীব্র ঠাণ্ডা, ঝড়-তুফানে কষ্টে দিনাতিপাত করতে হত না। কিন্তু এখন এই তীব্র শীতের মধ্যে বহু মানুষ স্টেশনে, রাস্তা-ঘাটে খোলা আকাশের নিচে রাত যাপন করছে।’

তিনি বলেন, ‘এই শীতে অল্প উপার্জনকারী, গরিব-অসহায় মানুষ প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে কষ্টে আছেন। শীতে তাদের কষ্ট লাঘবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও দেশের সামর্থ্যবানদের এগিয়ে আসা জরুরি।’

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘দেশের নিম্ন আয় ও ফুটপাথের মানুষসহ সারাদেশের অসহায় মানুষ শীতের কষ্টে দিশাহারা। বিশেষ করে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে। এ অবস্থায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব।’

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও অসহায় মানুষের পাশে সাধ্যানুযায়ী দাঁড়ানোর চেষ্টা করেছে। ভবিষ্যতেও করবে। সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় শীতবস্ত্র নিয়ে এসব শীতার্ত মানুষের সাহায্যে সকলের এগিয়ে আসা উচিত।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মনির হোসেন, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির ও কেন্দ্রীয় সদস্য মুফতি মোস্তফা কামাল প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসআর

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম শীতবস্ত্র বিতরণ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর