‘আন্দোলনে অংশ নেওয়া ১০০০ শিক্ষার্থীকে ট্রাফিকে নিয়োগ দেওয়া হবে’
৭ জানুয়ারি ২০২৫ ১৫:১৫ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৭:০৯
ঢাকা: ছাত্র আন্দোলনে অংশ নেওয়াদের মধ্য থেকে এক হাজার জনকে ট্রাফিকে নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা এরইমধ্যে আলোচনা করেছি, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানে আহতদের মধ্যে প্রথম দিকে ১০০ জনকে নিয়োগ দেব। পর্যায়ক্রমে আরও নিয়োগ দেওয়া হবে।’
একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনায় লোকবল সংকট এবং এই ক্ষেত্রে শিক্ষার্থীরা ভালো করায় এক হাজার জনকে নিয়োগ দেওয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, ‘তারা যেহেতু পড়াশোনার পাশাপাশি দায়িত্ব পালন করবে তাই তাদের সম্মানী দেওয়া হবে।’
এরইমধ্যে ৪০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/ইউজে/এসডব্লিউ
ছাত্র আন্দোলন ট্রাফিক নিয়োগ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী