Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী-ছেলেসহ নাফিজ সারাফাতের সম্পত্তি ক্রোকের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৬:৫৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৭:৪৫

চৌধুরী নাফিজ সারাফাত

ঢাকা: পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত, তার স্ত্রী আঞ্জমুনারা এবং ছেলে চৌধুরী সাহেব সাফওয়ান সারাফাতের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

এর আগে, ২০২৪ সালের ২৫ আগস্ট ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাতের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। সেদিন কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছিল।

সাবেক ব্যাংকার চৌধুরী নাফিজ সরাফাত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইসের মালিকানার সঙ্গে যুক্ত।

এ ছাড়া তিনি মোবাইল টাওয়ার কোম্পানি, বিদ্যুৎ কোম্পানি, তারকা হোটেল ব্যবসা, বেসরকারি বিশ্ববিদ্যালয়, গণমাধ্যমসহ নানা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

চৌধুরী নাফিস সারাফাত সম্পত্তি ক্রোকের নির্দেশ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর