ভোটাধিকার ও দেশ পরিচালনায় অংশগ্রহণ নিশ্চিতকরণের দাবি প্রবাসীদের
৭ জানুয়ারি ২০২৫ ১৭:৩০
ঢাকা: আগামী নির্বাচনে ভোটের অধিকার নিশ্চিত ও দেশ পরিচালনায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। অন্তর্বর্তী সরকারেও প্রবাসীদের মধ্য থেকে অন্তত দুইজন উপদেষ্টা রাখার দাবি তাদের। দ্বৈত নাগরিকত্ব আছে এমন বাংলাদেশিরাও যাতে নির্বাচনে অংশ নিতে পারেন, সেই দাবিও জানিয়েছেন তারা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে `প্রবাসীদের ভোটের অধিকার ও দেশ পরিচালনায় অংশগ্রহণ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
প্রবাসী বাংলাদেশিদের পক্ষে ব্যারিস্টার নাজির আহমেদ ও অলিউল্লাহ নোমান এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন৷ এতে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যারিস্টার নাজির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পারভেজ হোসাইন।
আর্থিক রেমিট্যান্সের পাশাপাশি প্রবাসীদের মেধা রেমিট্যান্স নিশ্চিতকরণ ও দেশ পরিচালনায় অন্তত ১০ শতাংশ প্রবাসী বাংলাদেশি নেওয়ার দাবি জানিয়ে লিখিত বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, ‘দেড় কোটির উপরে প্রবাসী অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ বাংলাদেশের বাইরে বসবাস করছেন। তারা বাংলাদেশের নাগরিক। চার লাখ চাকমাদের জন্য প্রতিটি সরকারে তাদের প্রতিনিধিত্ব থাকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেও আছে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে দেড় কোটি প্রবাসীদের জন্য কোনো সরকারেই প্রবাসী প্রতিনিধি রাখা হয়নি, বর্তমান সরকারেও নেই। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেড় কোটি প্রবাসীদের মধ্য থেকে অন্তত দুইজন উপদেষ্টা রাখার পাশাপাশি দেশ গঠনে ও সরকার পরিচালনায় প্রবাসীদের আনুপাতিক হারে (অন্তত ১০ শতাংশ) সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।’
লিখিত বক্তব্যে বলা হয়, ‘এখন সময় এসেছে নতুন বাংলাদেশ বিনির্মানে অর্থনৈতিক রেমিট্যান্সের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের টেলেন্টকে (মেধাকে) রেমিট্যান্স হিসেবে পাঠাবার। এটিকে ফেসিলিটেট করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এতে আরও বলা হয়, ‘বৃটেন, ইউরোপ,আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বসবাস করেন অনেক বাংলাদেশি দ্বৈত-নাগরিক। অনেকে বাস্তব ও প্রায়োগিক সুবিধার্থে দ্বৈত-নাগরিকত্ব নিলেও তারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী জন্মসূত্রে প্রাপ্ত নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারে না। বাংলাদেশের সংবিধানের ৬৬(২) (গ) অনুচ্ছেদ অনুযায়ী, দ্বৈত নাগরিকরা সংসদ সদস্য হতে পারবেন না। দ্বৈত নাগরিকরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি, এমনকি প্রধান বিচারপতি হতে পারলেও এমপি হওয়ার পথে সাংবিধানিক বাধা ও বৈষম্য রাখার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। গণতন্ত্রের সুতিকাগার বৃটেনে দ্বৈত নাগরিকরা ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হতে পারেন। শুধু তাই নয় বৃটেনে এমপি হবার জন্য ব্রিটিশ নাগরিক হওয়ারও বাধ্যবাধকতা নেই। বাংলাদেশি নাগরিকত্ব ও বাংলাদেশি পাসপোর্ট নিয়েও বৃটেনে সেটেল্ড যে কেউ ব্রিটিশ এমপি হতে পারবেন। সুতরাং জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক যারা দ্বৈত-নাগরিকত্ব নিয়েছেন তাদের জন্য সংবিধানের বৈষম্যমূলক ৬৬(২) (গ) অনুচ্ছেদ বিলুপ্ত করার দাবি জানাচ্ছি।’
লিখিত বক্তব্যে প্রবাসীরা আরও বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন এটা তাদের দীর্ঘদিনের দাবি। দুঃখজনক হলেও সত্য যে অতীতের কোনো সরকারই এই দাবি পূরণে আন্তরিকতা দেখায়নি। অথচ এই দেড় কোটি প্রবাসী বাংলাদেশের নাগরিক। তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। ভোট দানের অধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। তাই আসন্ন জাতীয় নির্বাচনে দেড় কোটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, ‘আমরা মাঝেমধ্যে নয়, প্রতিনিয়ত প্রবাসীদের নিয়ে কাজ করছি। বৃটেনের মতো জায়গায় বাংলাদেশি নাগরিক হয়ে এমপি হতে পারে, অথচ বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব থাকলে সংসদ সদস্য হতে পারবেন না, এটি বৈষম্যমূলক। দেশের উন্নয়নে কিংবা দেশের জন্যে কাজ করার ক্ষেত্রে এটি একটি বিরাট প্রতিবন্ধকতা।’
নির্বাচন বিষয়ে অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ভোটের অধিকার কেড়ে নিতে পারেন না। শতকরা ১০ ভাগ মানুষ দেশের বাইরে, তারা বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, তাদের কাজে লাগাবেন না? তাদের প্রতিনিধিত্ব কই? দেড় কোটি মানুষকে কাজে না লাগালে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না।’
সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ