Tuesday 18 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৮:০৬ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ২১:২২

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে শুভকামনা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ।’

মঙ্গলবার (৭ জানুয়ারি) এক শুভকামনা বার্তায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পরিবারবর্গ এবং বেগম খালেদা জিয়ার অনুসারীদের প্রতিও সহমর্মিতা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শুভকামনা বার্তায় কাদের বলেন, ‘দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য তার সুস্থতা জরুরী।’ খালেদা জিয়া চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন, এমন আশাও প্রকাশ করেন তিনি।

সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ

‘বেগম খালেদা জিয়া জাতীয় পার্টি জি এম কাদের বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর