১১৪৩ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে চার প্রস্তাব অনুমোদন
৭ জানুয়ারি ২০২৫ ১৮:১৫ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ২১:২২
ঢাকা: যুক্তরাষ্ট্রের স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি এবং ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানিসহ তিনটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ১৪১ কোটি টাকা।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা যায়, উল্লেখিত তিন প্রস্তাব ছাড়া বৈঠকে ‘মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প (সওজ অংশ)’ এর ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজে নিয়োজিত পরামর্শক সেবা প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধির (ভেরিয়েশন) কারণে চুক্তি সংশোধন এবং চুক্তির মেয়াদ বাড়ানোর একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ভেরিয়েশন প্রস্তাবে চুক্তিমূল্য ২ কোটি ৫২ লাখ ৪৭ হাজার টাকা এবং চুক্তির মেয়াদ ২ বছর (২০২১ সালের ১৫ আগস্ট থেকে ২০২৩ সালের ১৪ আগস্ট পর্যন্ত) বাড়ানো হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, ক্রয় কমিটির বৈঠকে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এটি চলতি জানুয়ারির জন্য ৫ম কার্গো আমদানি। যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি এলপি এ কার্গো সরবরাহ করবে। প্রতি ইউনিটের (এমএমবিটিইউ) দর ১৫ দশমিক ৬৯ ডলার হিসাবে বাংলাদেশি মুদ্রায় এতে মোট ব্যয় হবে ৭৫২ কোটি ৫০ লাখ ২৪ হাজার টাকা।
বৈঠকে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ভারতের রায়পুরের জওহর নগরের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এ চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন ৪৫৮ দশমিক ৮৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে মোট ব্যয় হবে ২৭৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।
সূত্র জানায়, এছাড়া বৈঠকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের ছাত্রদের জন্য ১০ তলা বিশিষ্ট একটি আবাসিক হল নির্মাণে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। যৌথভাবে এ কাজটি পেয়েছে বিটিসি ও এপিএল। এতে ব্যয় হবে ১১৩ কোটি ১৮ লাখ ৮৪ হাজার টাকা।
সারাবাংলা/আরএস