বাসা থেকে রওনা দিয়েছেন খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২০:৩৪ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ২৩:০৭
ঢাকা: ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত ৮ টা ২০ মিনিটে গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাসা ‘ফিরোজা’ থেকে তিনি বের হন। এ সময় তাকে বিদায়ী শুভেচ্ছা জানান পরিবারের সদস্যরা এবং বিএনপির শীর্ষ নেতারা।
উন্নত চিকিৎসার জন্য রাত ১০ টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। বুধবার সকালে তিনি লন্ডন হিথ্রো বিমান বন্দরে পৌঁছবেন। সেখান থেকে সরাসরি ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হবে তাকে।
খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদআল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ উড়োহাজাজ মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে। সর্বাধুনিক চিকিৎসা সুবিধা-সংবলিত এয়ারঅ্যাম্বুল্যান্সে চড়েই লন্ডনে যাবেন খালেদা জিয়া।
এদিকে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে বিকেলে থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থকেরা গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে এসে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গুলশান-২ গোল চত্বর থেকে শুরু করে ৭৯ নম্বর সড়ক এবং আশপাশের লেনগুলো বিএনপির নেতা-কর্মী সমর্থকদের পদচারণায় মুখোর হয়ে ওঠে। তারা খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপি ঘোষিত রোডম্যাপ অনুযাযী, খালেদা জিয়ার বাসা ফিরোজা থেকে গুলশান ২ নম্বর গোল চত্বর পর্যন্ত গুলশান ও বনানী থানা বিএনপি, গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত বাড্ডা, ভাটারা ও রামপুরা থানা বিএনপি, বনানী কাঁচাবাজার থেকে কাকলী গোলচত্বর পর্যন্ত হাতিরঝিল, শিল্পকলা ও তেজগাঁও থানা বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদায় সম্ভাষণ জানানো হচ্ছে।
এ ছাড়া কাকলী গোলচত্বর থেকে আর্মি স্টেডিয়াম ফুটওভার ব্রিজের আগ পর্যন্ত কাফরুল, আদাবর, মোহাম্মদপুর ও শেরে বাংলানগর থানা বিএনপি, কুর্মিটোলা হাসপাতাল থেকে কুড়িল ফ্লাইওভারের আগ পর্যন্ত ভাসানটেক, মিরপুর, দারুসসালাম, শাহ আলী ও ক্যান্টনমেন্ট থানা বিএনপি, নিকুজ্ঞ পেট্রোলপাম্প থেকে বিমানবন্দর পর্যন্ত পল্লবী, রূপনগর, খিলগাঁও, বিমানবন্দর, দক্ষিণখান, উত্তর খান, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাচ্ছেন।
সারাবাংলা/এজেড/এইচআই