মেসি-সুয়ারেজের মায়ামিতে আসছেন নেইমার?
৮ জানুয়ারি ২০২৫ ১০:০৪
বার্সেলোনাতে একসাথে খেলার সময় তাদের ত্রয়ীকে ডাকা হতো ‘এমএসএন’। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার; ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ংকর এই ত্রয়ীতে একটা সময় ইউরোপে রাজত্ব করেছে বার্সা। এই ত্রয়ী ভেঙেছে অনেক আগেই। অনেক ক্লাব ঘুরে এখন মেজর সকার লিগের ইন্টার মায়ামিতে একসাথে খেলছেন মেসি-সুয়ারেজ, নেইমার আছেন সৌদির ক্লাব আল হিলালে। এবার নেইমার আভাস দিয়েছে, মেসি-সুয়ারেজের সাথে মায়ামিতে খেলতে পারেন তিনি!
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার, ভাঙে এমএসএন ত্রয়ী। এরপর বার্সা ছাড়েন সুয়ারেজ ও মেসিও। গত বছর মায়ামিতে আবার পুনর্মিলন হয়েছে মেসি-সুয়ারেজের। এদিকে আল হিলালে ২০২৩ সালে পাড়ি জমালেও ইনজুরিতে জর্জরিত নেইমার ক্লাবের হয়ে মাঠে নামতে পেরেছেন মাত্র ৭ ম্যাচে। ক্লাবটির সাথে তার চুক্তি শেষ হবে আগামী জুনে।
নেইমার আভাস দিলেন, আল হিলালের পর মায়ামিই হতে পারে তার পরবর্তী গন্তব্য, ‘অবশ্যই মেসি ও সুয়ারেজের সাথে আবার খেলা হবে অবিশ্বাস্য ব্যাপার। তারা এখনো আমার বন্ধু, আমরা প্রতিনিয়তই কথা বলি। এই ত্রয়ীকে পুনরুজ্জীবিত করা দারুণ একটা ব্যাপার হবে। আমি সৌদি ও আল হিলালে ভালোই আছি। তবে ফুটবল তো চমকে পূর্ণ, সামনে কি হয় কে জানে!’
ক্লাবের মতো জাতীয় দল ব্রাজিলের হয়েও অনেকদিন ধরে মাঠে নামতে পারছেন না নেইমার। ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। ৩২ বছর বয়সী নেইমার বলছেন, ২০২৬ বিশ্বকাপটা তার শেষ, ‘আমি জানি এটা আমার শেষ বিশ্বকাপ। আমি সেখানে থাকতে চাই। জাতীয় দলের অংশ হওয়ার জন্য আমি সবকিছুই করতে রাজি। এটা আমার শেষ সুযোগ। সেখানে খেলার জন্য আমি সবকিছুই করব।’
এই মুহূর্তে লাতিন অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার ৫ম স্থানে আছে ব্রাজিল। এই অঞ্চল থেকে ৬টি দল সরাসরি পরবর্তী বিশ্বকাপে খেলবে।
সারাবাংলা/এফএম