আসছে আমদানি চাল, দাম কমার আশা প্রকাশ খাদ্য উপদেষ্টার
৮ জানুয়ারি ২০২৫ ১৯:২১ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৯:২২
ঢাকা: বিভিন্ন দেশ থেকে আমদানি করা পৌনে দুই লাখ টন চাল এ মাসে আসবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ চাল দেশে পৌঁছালে বাজারে দামও কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বাজারে চালের দাম বৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, ‘বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে আমনের ক্ষতি হয়েছে। তাই আমরা চাল আমদানির ব্যবস্থা নিয়েছি। বেসরকারিভাবে চাল আমদানির বাড়াতে শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও জানান, দুই লাখ ৫০ হাজার টন চাল আমদানির জন্য দরপত্র চূড়ান্ত করা হয়েছে। মিয়ানমার থেকে জি-টু-জি ভিত্তিতে এক লাখ টন চাল আনা হবে। পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আনার বিষয়ে আলোচনা হচ্ছে।
খাদ্য উপদ্ষ্টো জানান, চলতি মাসে সরকারিভাবে এক লাখ ৭৫ হাজার টন চাল আসবে। এ চাল এলে দেশের বাজারে চালের দাম কমবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। তিনি বলেন, চালের শুল্ক ছাড় দেওয়া হয়েছে, ওএমএস কার্যক্রম চলছে, সেটি আরও জোরদার করা হবে। টিসিবির অধীনে প্রতি মাসে ৫০ হাজার টন চাল দেওয়া হচ্ছে। মার্চ থেকে শুরু হবে খাদ্যবান্ধব কর্মসূচি। এ কর্মসূচির অধীনে ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে।
মজুতবিরোধী আইন প্রয়োগে জেলা প্রশাসক ও ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আরও বলেন, খাদ্য অধিদফতরের কর্মকর্তারাও এ বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন।
সারাবাংলা/জেআর/এইচআই